New Update
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইট করে বলেছেন, “এই vdo ঘুরছে। এটা আসল না ফেক, দেখা হোক। যদি আসল হয়, বিপজ্জনক।
/anm-bengali/media/media_files/AJbbJdcv6sPkaMFEdmBR.jpg)
CM জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি, অসভ্যতা করে অনেকে সরকার, দল এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করছে। এটা যদি সত্যি হয়, এটাকে পুলিশ তুলুক। দেখুক সাহস পেল কোথা থেকে। ব্যবস্থা নিক। Vdo ভুয়ো হলে সেটাও জানাক।”
এই vdo ঘুরছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 30, 2024
এটা আসল না ফেক, দেখা হোক।
যদি আসল হয়, বিপজ্জনক।
CM জানেনও না তাঁর নাম করে এই ঔদ্ধত্য, মস্তানি, অসভ্যতা করে অনেকে সরকার, দল এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করছে। এটা যদি সত্যি হয়, এটাকে পুলিশ তুলুক। দেখুক সাহস পেল কোথা থেকে। ব্যবস্থা নিক।
Vdo ভুয়ো হলে সেটাও জানাক। pic.twitter.com/XdhTWpWF6F
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us