New Update
/anm-bengali/media/media_files/L0ExEKkl96PJ4fpEZ1yN.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার প্রকাশ্যে দীপক অধিকারী তথা দেবকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তার সমাজমাধ্যমে লিখেছেন, "দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট।
যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও।
আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।"
.@idevadhikari
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 7, 2024
দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট।
যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও।
আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ। pic.twitter.com/7rZOcYIvTD