ডিজির অপসারণ প্রসঙ্গে বিস্ফোরক কুণাল!

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করে অভিযোগের তীর ছুঁড়লেন কুণাল ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
kunall ghoshq.jpg

নিজস্ব সংবাদদাতা: জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আক্রমণ করলেন বিজেপিকে।


klunal .jpg

সোমবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে কুণাল জানান যে, বিজেপি এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে দখল করে নিতে চাইছে। নির্বাচন কমিশনে বিচারবিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসানোর ব্যবস্থাপনা করেছে বিজেপি।


KUNAL KLOL.jpg

এছাড়া তিনি আরও অভিযোগ করে বলেন, "বিজেপি নিজস্ব অ্যাজেন্ডা অনুযায়ী কাজ করছে। ভোট ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। ডিজিকে সরিয়ে দেওয়া হল।"

publive-image

publive-image

publive-image

ADDD