New Update
/anm-bengali/media/media_files/i2RAQyDEZDenL9ffllfc.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে শনিবার বীরভূমের মল্লারপুরে ময়ূরেশ্বর -১ ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মল্লারপুরের তৃণমূল কংগ্রেসের নেতা মানস বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন, "বিজেপি নেতারা যদি দাদাগিরি করতে আসে ব্যাটিং-ফিল্ডিং-ক্যাচিং আপনারা করবেন। বাড়িতে ডাং আছে তো? ডাঙয়ের বারি মারবেন। হাত-পা ভাঙবেন। ছ’মাসের জন্য হাসপাতালে ভর্তি করে দেবেন। আর ওদের বৌকে বলবেন, যাও তোমার স্বামীকে হাসপাতালের ভাত খাওয়াতে পাঠালাম। অর্ধেক তুমি খাবে। আর অর্ধেক তোমার স্বামীকে খাওয়াবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us