New Update
/anm-bengali/media/media_files/1HaZFlpV2fY5apDoMhBi.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট হতে চলেছে ১ জুন। আজ ছিল ভোট প্রচারের শেষদিন। সেই নিয়ে আজ টুইট করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।
/anm-bengali/media/media_files/fAWeetqWplCjtaYdRlO4.jpg)
দেব বলেছেন, “আজকে নির্বাচনের প্রচার শেষ হল। প্রত্যেকটা দল এবং তাদের কর্মীদের অনেক অনেক শুভেচ্ছা, গত ৩ মাস ধরে প্রত্যেকটা দলের কর্মীরা চেষ্টা করেছে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য। সবার পরিশ্রমকে সাধুবাদ জানাই। আশা করি যেই জিতুক, আমাদের দেশ যেনো এগিয়ে থাকে।জয় হিন্দ।”
আজকে নির্বাচনের প্রচার শেষ হোলো। প্রত্যেকটা দল এবং তাদের কর্মীদের অনেক অনেক শুভেচ্ছা, গত ৩ মাস ধরে প্রত্যেকটা দলের কর্মীরা চেষ্টা করেছে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য। সবার প্ররিশ্রমকে সাধুবাদ জানাই। আশা করি যেই জিতুক, আমাদের দেশ যেনো এগিয়ে থাকে।
— Dev (@idevadhikari) May 30, 2024
জয় হিন্দ। 🇮🇳
🙏🏻
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us