ভোটের আগে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ! চাঞ্চল্য বাংলায়

ভোটের আগে আত্মহত্যা করলেন তৃণমূল নেতা।

New Update
dead body 3.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ভোটের আগে উদ্ধার হল তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। ঘটনার পর তুমুল চাঞ্চল্য নারায়ণগড় এলাকায়। জানা গিয়েছে, তিনি শাসকদলের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের পদে ছিলেন। শুধু তাই নয়, গত পাঁচ বছর ধরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। শুক্রবার অর্থাৎ আজ তাঁর দেহ উদ্ধারে উত্তেজনা ছড়ায় এলাকায়। 

publive-image

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রলয়কুমার সিং। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে  ভুগছিলেন তিনি। জানা গিয়েছে, আজ সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে তার দেহ ঝুলতে দেখেন এলাকার মানুষ। খবর দেওয়া হয় নারায়ণগড় থানায়। তৃণমূল সূত্রে খবর, ২০১৩-২০১৮ সাল পর্যন্ত তিনি নারমা পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে ২০১৮-২০২৩ নারায়ণগড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। এদিন দেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ। কী কারণে এমন ঘটনা ঘটালেন প্রলয় তা অজানা পরিবারের।

Add 1