New Update
/anm-bengali/media/media_files/YjTD57KujYKaVaMRRq3f.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ড নিয়ে শনিবার মালদহের হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সভা ছিল। সেখান থেকে হরিশ্চন্দ্রপুর ১ বি ব্লকের তৃণমূল সভানেত্রী তথা মালদহ জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন বলেন, "আরজি কর কাণ্ডে অভিযুক্ত একজনই। তিলোত্তমাকে একজনই ধর্ষণ করেছে। সে সিভিক ভলান্টিয়র। অভিযুক্তকে আগেই ধরেছে পুলিশ। একাধিক ব্যক্তি যুক্ত নেই। মিথ্যে প্রচার করছে বিজেপি।"
তৃণমূল নেত্রী আরও বলেন, "আমরা ফরেন্সিকে দেখলাম একজনেরই রিপোর্ট আসছে। পলিগ্রাফ টেস্টেও একজন। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। ওঁরা একটাই দাবি করছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা জাস্টিস চাই। আমাদের মুখ্যমন্ত্রী জাস্টিস চেয়েছেন। আমরাও সেইটাই চাইছি।"
এরপরই তৃণমূল নেত্রী হুমকি দিয়ে বলেন, "আরজিকর নিয়ে প্রতিবাদে নামলে এবার বিজেপি নেতা কর্মীদের খুঁটিতে বেঁধে রাখব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us