New Update
/anm-bengali/media/media_files/IHy5pwHQdMJhGN3tMZHj.jpg)
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগেই মর্মান্তিক ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ (Murshidabad)। আত্মঘাতী হলেন নিমতিতা গ্রাম পঞ্চায়েতের সদস্যা (Panchayet Member) মালা হালদারের স্বামী বিশ্বনাথ হালদার। দলেরই বিরুদ্ধে অভিযোগ তুলে বিষ খেয়ে (Poison) আত্মহত্যা (Suicide) করলেন। অভিযোগ, প্রধান পদ দেওয়ার লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতার তৃণমূল কংগ্রেসের (TMC) অঞ্চল সভাপতি সামিউল হক এবং প্রধান মইদুল ইসলাম। এই দুজনের দিকেই আঙুল তুলেছেন আত্মঘাতী বিশ্বনাথ হালদার। অভিযোগ অস্বীকার করেন নিমতিতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সামিউল হক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us