Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/dMSDzNgfNWLvmuTp2jMW.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃবাংলায় ফের আরও এক সরকারি আধিকারিককে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। টেন্ডার কমিটির একটি বৈঠকে বিডিওকে বোতল ছুড়ে মারার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। জানা গিয়েছে, গত বুধবার টেন্ডার কমিটির একটি বৈঠক ছিল। অভিযোগ, সেই সময় উত্তেজিত হাবরার দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস বোতল ছুঁড়ে মারেন বিডিও শেখর সিং-এর দিকে। তবে বোতলটি তাঁর গায়ে না লেগে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষের গায়ে লাগে। এখানেই শেষ নয়, বিডিওর উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us