বিজেপির বাংলাদেশী ভোটের পাল্টা ! এবার বিহারী ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করলো তৃণমূল

কি আশঙ্কা প্রকাশ করলো তৃণমূল ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-10 at 10.30.03 PM

TMC

নিজস্ব সংবাদদাতা : আজ পশ্চিম মেদিনীপুরের শাসক দলের বিধায়করা উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ থেকে করা একটি ভিডিও কনফারেন্সে যোগ দিতে। সেই কর্মসূচি শেষ করার পর আজ জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের এই বিধায়করা। এই সাক্ষাৎ সেরে একটি সাংবাদিক সম্মেলনও করেছেন তারা।

digbijay da add

আজ তৃণমূল নেতা তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন-" যেভাবে অনলাইন পদ্ধতিতে ভোটারদের যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে আমরা মনে করছি তার মধ্যে গলদ হতেই পারে। আশঙ্কা করছি সম্প্রতি ভুয়ো ভোটার যেটা অন্য রাজ্যে ধরা পড়েছে তা আমাদের রাজ্যতেও প্রবেশ করতে পারে। বিহারের ভোট শেষ হলেই, হাজার হাজার বিহারের ভোটার জাল নথি দিয়ে প্রবেশ করতে পারে। আমরা জেলা শাসককে বিষয়টি নিয়ে সতর্ক হওয়ার অনুরোধ করেছি।"