সিপিএমের দিকে অস্ত্র নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগ TMC-র বিরুদ্ধে

রাজ্যে পঞ্চায়েত ভোটকে ঘিরে উত্তেজনা বাড়ছে। পশ্চিমবঙ্গে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ১১ জুলাই গণনা। এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট।

author-image
SWETA MITRA
New Update
TMC CPM.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট এখনও শুরু হয়নি। তার আগেই রণক্ষেত্র চেহারা নিল মুর্শিদাবাদের রানিনগর (Raninagar)। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এদিকে মনোনয়নকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রানিনগর। অস্ত্র নিয়ে সিপিএমের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ধাক্কাধাক্কি, লাঠি দিয়ে মারামারি, ভেঙে দেওয়া হয়েছে চেয়ার বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে বঙ্গ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘তৃণমূলের দখলদারির রাজনীতি হচ্ছে।‘