BREAKING: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল! গ্রেফতার এই কাউন্সিলর

কোথাকার কাউন্সিলরকে ধরল পুলিশ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-14 at 3.48.40 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভুয়ো প্যাডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল। উঠেছে সই নকল করে টাকা তোলার অভিযোগ। পুলিশের জালে ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস ঘোষ। জাল নথি দেখিয়ে ঘাটালে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর।

সোমবার সন্ধ্যা থেকেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্যাডে একটি লেটার ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে। পুলিশের নজরে আসে সেটা। সাথে সাথে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে ঘাটাল থানাতে অভিযোগ করেন এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি  ৫ লক্ষ টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে  পুলিশ গ্রেফতার করে প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষকে। 

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার জানান অভিযোগ পেয়ে বিভাস চন্দ্র ঘোষকে গ্রেফতার করা হয়েছে ও তাকে ঘাটাল আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

diguad

TMC_flag_Trinamool_flag_-_PTI
ফাইল চিত্র