‘তৃণমূল অবিরাম গুন্ডামি চালাবে’ সরাসরি আক্রমণ অধীর চৌধুরীর

বিস্ফোরণে ১৩ বছর বয়সী এক কিশোরী প্রাণ হারায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
adhir

File Picture

নিজস্ব সংবাদদাতা: কালীগঞ্জে ভোটের গণনা চলাকালীন বিজয় মিছিল বেড়িয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। আর সেখানেই বোমাবাজি চলাকালীন বিস্ফোরণে ১৩ বছর বয়সী এক কিশোরী প্রাণ হারায়। এই ঘটনায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “উপনির্বাচনে জয়লাভের পর ক্ষমতাসীন সরকার কী করেছে তা সকলেই দেখেছে। যখন তারা উদযাপন করছিল, তখন তারা তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা সিপিআইএম দলের একটি পরিবারের উপর আক্রমণ করেছিল। তারা একটি সকেট বোমা ছুঁড়েছিল, যা ছিল একটি ছোট গ্রেনেডের মতো। একটি ছোট মেয়েও তার জীবন হারিয়েছে। তৃণমূল হারুক বা জিতুক তাতে কিছু যায় আসে না, পশ্চিমবঙ্গে গুন্ডামি অবিরাম চলবে”।

adhir