/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি কিছুদিন আগেই সাত্তর গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি ছিলেন বাবর আলী। এই বাবর আলীকে দুর্নীতির অভিযোগে তাকে বুথ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং এই পদ থেকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই শুরু হয় গোষ্ঠীদ্বন্ধ।
বাবর আলীর লোকজন মন্ত্রী চন্দনাথ সিনহার তৈরি করে দেওয়া বুথ সভাপতি শেখ আকবরকে মারধর করে বলে অভিযোগ। শেখ আকবরের অভিযোগ, বোলপুর থেকে বাড়ি ফেরার সময় সাত্তর গ্রামে ওষুধের দোকানের সামনেই তাকে বাবর আলীর লোকজন এসে বেধড়ক মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জানানো হয়েছে এবং থানায় এফআইআর করা হয়েছে যদিও বা এখনো কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি।
/anm-bengali/media/post_attachments/3c86c271-871.png)
পুলিশ সূত্রে খবর, যাতে নতুন করে কোন সমস্যার সৃষ্টি না হয় সেই কারণে গ্রামে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় তদন্ত করছে পারুই থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us