/anm-bengali/media/media_files/TMv7fzRuVjCw54JDZQ9h.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সোমবার ঝাড়গ্রাম জেলা জুড়ে সম্পূর্ণ হল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া। আর সেই বোর্ড গঠনে ঝাড়গ্রাম জেলার ৮ টি ব্লকের পঞ্চায়েত সমিতির দখল করল তৃণমূল। সোমবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতিদের নিয়ে মাতোয়ারা তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতারা। কোথাও আবির খেলা, কোথাও আবার ধামসা মাদলের তালে তালে নেচে আনন্দ উৎসব তৃণমূলের এই বোর্ড গঠনে। অভিনব পোশাকে সুসজ্জিত হয়ে বোর্ড গঠন করতে এলেন নব নির্বাচিত তৃণমূলের সদস্যরা। মহিলারা সবুজ শাড়ি, পুরুষ প্রার্থীরা সবুজ পাঞ্জাবি পরে বোর্ড গঠনে অংশগ্রহণ করলেন।
/anm-bengali/media/media_files/7kW3aaqO7mFwidZ1LuzY.jpg)
ঝাড়গ্রাম জেলার অন্যান্য পঞ্চায়েত সমিতি গঠনের মত সাঁকরাইল পঞ্চায়েত সমিতি এদিন গঠন হল। তবে ঝাড়গ্রামের সাঁকরাইল পঞ্চায়েত সমিতি বাকিদের থেকে একটু অন্যরকম ভাবেই তারা তাদের সদস্যদের নিয়ে ব্লক অফিসে হাজির হলেন। এদিন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কমলকান্ত রাউৎ নিজে সবুজ পাঞ্জাবি পরে আসেন। পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন ঝুনু বেরা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হলেন যজ্ঞেশ্বর মাহাত। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির মোট আসন ২৫ টি। পঞ্চায়েত সমিতির ২২ টি আসন তৃণমূল এবং ২ টি বিজেপি, একটি নির্দল। বিরোধীদের কেউ উপস্থিত ছিলেন না। বোর্ড গঠনের পর সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কমলকান্ত রাউৎ বলেন, ''দিদি যে কথা বলেন মানুষের কাজ করতে হবে সে কথা মতোই আমরা কাজ করবো। সভাপতি থেকে জনপ্রতিনিধি সবাই মানুষের হয়ে কাজ করবে। সভাপতি হয়েছে বলে অফিসেরই কাজ করবে তা নয় মানুষের কাজ করবে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us