১০০% জয়লাভ! মিছিল করল TMC

পঞ্চায়েত ভোটের দশ দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে যাবতীয় রাজনৈতিক দলগুলি। জয়লাভের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তৃণমূল।

author-image
Anusmita Bhattacharya
New Update
jhargramtmc

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাহাদুরপুর এলাকায় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার এবং ১০০ দিনের কাজের টাকার বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। এদিন সাঁকরাইল ব্লকের বাহাদুরপুর বুথে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত প্রার্থী হিমাংশু মর্দন, পঞ্চায়েত সমিতির প্রার্থী শকুন্তলা সিং, জেলা পরিষদের প্রার্থী অঞ্জলি রায় দোলাইয়ের সমর্থনে মিছিলটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কমিটির সদস্য ভাগবৎ মান্না, তৃণমূল নেতা রামচন্দ্র গিরি, অঞ্চল সভাপতি মথুর মাহাতসহ অন্যান্যরা। মিছিল শেষে তৃণমূলের অঞ্চল সভাপতি মধুর মাহাত বলেন, 'প্রার্থীদের সমর্থনের মিছিল করা হল'। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে সব কটি আসনে ১০০% জেতারও দাবি করলেন তিনি।