/anm-bengali/media/media_files/Byi5xhnOOe67WV4r8T84.jpeg)
হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: মন্দিরে প্রণাম করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল ৯ টায় সাইকেল চালিয়েই তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ পৌঁছে গেলেন চন্ডীদাসের ফলের বাজারে। সেখানে আপেল, লেবু, বেদানা, কলা কিনে সবজি বাজারে ঢুকেই কিনলেন উচ্ছে, আলু, পটল, টমেটো। শাক, কাঁচা হলুদ আর আদা থলেতে ভরেই মাছ বাজারে ঢুকে গেলেন। সেখানে গঙ্গার ইলিশ কিনে মানুষের সাথে জনসংযোগ করে বিরোধীদের অপপ্রচারের কথা তুলে ধরলেন।
বিরোধীরা বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী ঘোষণা করতে পারেনি এখনও। কিন্তু মাঠে নেমে প্রচার জনসংযোগ করে এক ধাপ এগিয়েই রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি বললেন যে লম্বা সময়ের জন্য বিহারের দারভাঙ্গা থেকে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে দুর্গাপুরে এসেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূলের প্রার্থীও হয়েছেন। ডাংগুলি খেলা, শরীরচর্চা আর সাইকেল চালানোর অভ্যাস আছে। সাইকেল চালিয়েই পৌঁছালেন বাজারে। টাটকা সবজি-ফল কিনলেন শরীরকে সুস্থ রাখতে। মানুষের সামনে কেন্দ্রীয় সরকারের অপপ্রচারের নানা দিক তুলে ধরলেন। জোড়া ফুলে ভোট দেওয়ারও আবেদন রাখলেন। বিরোধীদের কটাক্ষ করে বলেন যে ১৯৮৩ সালে যেমন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ছিনিয়ে এনেছিলেন, তেমনই বিরোধীদের উইকেট ফেলে লোকসভায় ছক্কা মারবেন তিনিই।
/anm-bengali/media/post_attachments/8d319ad87939c8150d11b296b814c978fe646f0bca5d9ba491d5a6ac0aabbdb1.webp)
/anm-bengali/media/post_attachments/f3f9f0ca8019f184697bd36b6f81918372c95af201e73f61c17b2fe2b8293e00.jpeg)
/anm-bengali/media/post_attachments/25dd47c1d89da2083a316d3a0f56438f2b73b022e0b9a5d60a88ebc654d45b86.jpeg)
/anm-bengali/media/post_attachments/f486d4f89982304f8c1dc852ce1adc6b2c40420fd1f9f1519f1b2530c7ad6f6d.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us