/anm-bengali/media/media_files/r66LvjIinY3kWMPNVnem.jpg)
File pic
নিজস্ব সংবাদদাতাঃ ভোটের বাকি আর তিন দিন। আবারও বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থীর স্বামী - প্রাক্তন উপপ্রধান। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া বীরপুর ২-এ। আহত ব্যক্তির নাম আলি মোক্তাজা নাশি। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি পশ্চিম পাড়া ১৫৯ নম্বর বুথ প্রাক্তন উপপ্রধান। তাঁর স্ত্রী লিলুফা বিবি নাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
জানা গিয়েছে, বুধবার ভোরবেলা তিনি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। অভিযোগ সেসময় আচমকা বাড়ির সামনে বিকট আওয়াজ হয়। সেই শব্দেই ঘুম ভাঙে বাড়ির সকলের। ততক্ষণে লিলুফা আর্তনাদ করতে শুরু করে দিয়েছেন। পরিবারের সদস্যরা এসে দেখে তাঁর বাঁ হাত দিয়ে রক্ত ঝড়ছে। বোমাবাজির শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। আহত ব্যক্তিকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠিয়ে দেওয়া হয় শক্তিনগর হাসপাতালে। চিকিৎসকরা জানাচ্ছেন, হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের ওপর দোষ চাপানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us