/anm-bengali/media/media_files/Gu7lY4hKQqPW0l71hJc9.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ রাজ্যে ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দিনক্ষণ। আর তার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত একাধিক সামাজিক প্রকল্পের উপকারিতার কথা তুলে ধরে ভোট প্রচারের প্রস্তুতি সভা করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু।
/anm-bengali/media/media_files/Nd1PsFaxRiL461lPdsjE.jpg)
গত শুক্রবার থেকে ঝাড়গ্রামে শুরু হয়ে গেছে ভোট প্রচারের কাজ। আজ শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কমলাশোল জাহের থানে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন মন্ত্রী।
/anm-bengali/media/media_files/ZZHxnuOWBexXa5jFzzDg.jpg)
পাশাপশি এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন মন্ত্রী। তারপর গোবিবল্লভপুরের কেন্দুগাড়ি কালীমন্দির ময়দানে জনসংযোগ সভার আয়োজন করা হয়।
/anm-bengali/media/media_files/uIBwVIQ3b1xT5C0jjzdw.jpg)
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সভায় মন্ত্রী সন্ধ্যা রানী টুডু বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি হোক বা সিপিএম, কংগ্রেস, কাউকে ছেড়ে দেব না। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। তাই আজকের দিনে ১০০ দিনের কাজের উপর নির্ভর করে থাকা ৫ লক্ষ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। দুয়ারে সরকারের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন, বিশেষ করে জঙ্গলমহলের মানুষজন। চাষের জন্য জল, খালের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জঙ্গলমহলে অনেক মহিলা কলেজ তৈরি করা হয়েছে যাতে ছাত্রীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন।' লড়াই করে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ জিতিয়ে আনতে হবে বলে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন মন্ত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us