New Update
/anm-bengali/media/media_files/2025/11/08/whatsapp-image-2025-11-08-at-194225-2025-11-08-19-44-34.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের হরিদ্রাপাট এলাকার ঘটনা। হরিদ্রাপাঠ বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি লুতফর আলম (ওরফে বাচ্চু আলম) কে সঙ্গে নিয়ে এসআইআর-এর ফর্ম ফিলাপের অভিযোগ উঠে আসছে। আর সেই নিয়ে বুথ সভাপতির সঙ্গে ফর্ম ফিলাপের সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও বিএলও ও বুথ সভাপতি উভয়েই জানান নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ হচ্ছে। বুথ সভাপতি এও জানান, “আমি এলাকার বাসিন্দা। কোনো কাজে আমি কী কারোর বাড়ি যেতে পারি না?” এই ঘটনায় শোরগোল পড়েছে ভোটারদের মধ্যে।
/anm-bengali/media/post_attachments/d28f5cbc-7dc.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us