'ধিক্কার, মমতা সরকার!' পুড়ে ছাই ৬ বিজেপি কর্মীর বাড়ি, উঠল দাবি

পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023) মেটার পরেও যেন হিংসা লীলা অব্যাহত রয়েছে রাজ্যের জেলায় জেলায়। সেইসঙ্গে পাল্লা দিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেই চলেছে।

author-image
SWETA MITRA
New Update
bjp fire.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023) শেষ হওয়ার পরেও রাজ্যে হিংসা যেন থামতেই চাইছে না। আবারও রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হল বিজেপি (BJP)। আজ শুক্রবার বিজেপি একটি ভিডিও পোস্ট করে লেখে, ‘বিধানসভানির্বাচনেরমতোপঞ্চায়েতনির্বাচনেওতৃণমূলেরদ্বারাভোটপরবর্তীহিংসাঅব্যাহত! গতরাতে, হাওড়াআমতারজয়পুরথানারআমরাগরিগ্রামেবিজেপিকর্মীদেরছয়টিবাড়িতে (দুইজনপঞ্চায়েতনির্বাচনেবিজেপিপ্রার্থীছিলেন) টিএমসিগুন্ডারাআগুনদিয়েপুড়িয়েদেয়! ধিক্কার,মমতাসরকার!