/anm-bengali/media/media_files/2025/02/09/ZLYKXN034pt2T5dKWuA8.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ডেবরায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল চরমে। আজকের বিজয়া সম্মেলনে তা আরো পরিষ্কার হয়ে গেল। আজ ডেবরা অডিটোরিয়াম ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ডেবরায় তৃণমূল কংগ্রেসের কোনো ব্লক সভাপতি না থাকায় বিজয়া সম্মেলনের দায়িত্বভার গিয়েছিল ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাধাকান্ত মাইতির উপর। সেই বিজয়া সম্মিলনীতে বিধায়ক ছাড়া একাধিক শাখা সংগঠনের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, অঞ্চল সভাপতি অনুপস্থিত ছিলেন।
তাদের একটাই ক্ষোভ ডেবরা ব্লকে প্রদীপ করের নেতৃত্বে তারা কেউ কাজ করবে না। বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন না ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, ডেবরার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান জেলা পরিষদের অধ্যক্ষ সেলিমা খাতুন বিবি, জেলা পরিষদের কর্মদক্ষ শান্তি টুডু, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সহ-সভাপতি অনুপম দাস এবং সীতেশ ধাড়া, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমিনা বিবি, ডেবরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ মিশ্র, ডেবরা ব্লক আইএনটিটিইউসির ব্লক সভাপতি সেখ আলতাফ আলি, দুই প্রধান জগন্নাথ মূলা, পূলক সামই, অঞ্চল সভাপতি সমীর গাঁতাইত, ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাবির আলি, অশ্বিনী সরদার সহ একাধিক নেতৃত্বরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/aumzxLuxtX4VEkys3mpj.jpg)
এদের প্রত্যেকের দাবি ছিল বিজয়া সম্মেলনে প্রদীপ কর যেহেতু সভাপতি নেই, তাই তাকে কোনো রকম মিটিংয়ে কোনো কিছু করা যাবে না। যা করার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি করবেন। বিজয়া সম্মেলনে সবাই যাবে বলেও প্রস্তুত ছিল। কিন্তু রাধাকান্ত মাইতি শেষ পর্যায়ে কাউকে ডাকেননি। পাশাপাশি তিনি প্রদীপ করকে দিয়েই আজকের বিজয়া সম্মেলন করেছেন। তাই দলের প্রায় ৮০ শতাংশ নেতৃত্ব এই বিজয়া সম্মেলনে অনুপস্থিত ছিলেন।
যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মুখ খুলতে নারাজ তৃণমূল। কী হবে ডেবরায় শাসক দল তৃণমূলের ভবিষ্যত? তা নিয়ে জোর সমালোচনা চলছে। তবে এদিনের এই বিজয় সম্মেলনে জেলার সভাপতি অজিত মাইতি, চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত, ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us