তৃণমূলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান পশ্চিম মেদিনীপুরে

তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠান।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-10-25 at 7.19.57 PM

JJJJ

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নং ব্লকের পপরআড়া ৬/২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো বারবাসি এলাকায়। শারদীয়া, দীপাবলী,ভাইফোঁটা,ছটপূজো, জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।

digbijay da add

উপস্থিত ছিলেন ঘাটাল সংগঠনিক জেলার আইএনটিটিইউসির জেলা সভাপতি তথা পপরআড়া ৬/২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন বেরা, খড়্গপুর ২  নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জী, জেলার সহ সভাপতি তৃষীত মাইতি,পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি নারায়ন চন্দ্র মাঝি,পপরআড়া ৬/২ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব সিং,মাইনোরিটি সেলের অঞ্চল সভাপতি রহমান আলি, অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্নালী জানা, এস সি সেলের অঞ্চল সভাপতি দীপঙ্কর সিং, এস টি সেলের অঞ্চল সভাপতি কালীপদ সিং- সহ অনান্যরা।