টাকা আদায় এবং মানুষকে হয়রানি! শুভেন্দু অধিকারীকে নিয়ে বেফাঁস TMC

বৃহস্পতিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জনসভায় দলীয় তহবিলে অনুদান দিতে অস্বীকার করায় নদিয়ার ফুলিয়ার এক ব্যবসায়ী ও সমাজকর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি মণ্ডল কমিটির সভাপতি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে।

author-image
SWETA MITRA
New Update
bjp tmc nadia.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি(BJP)-র বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুলল তৃণমূল। আজ শুক্রবার এক টুইট বার্তায় তৃণমূল জানিয়েছে, নদিয়ার (Nadia) ফুলিয়ায়একব্যবসায়ীকেবিজেপিমণ্ডলকমিটিরসভাপতিতারভাইনির্মমভাবেমারধরকরে যখন ওই ব্যবসায়ী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জনসভায় দান করতে অস্বীকার করে। বিজেপির আসল রঙ কী তা বোঝাই যাচ্ছে। নির্বাচনেরআগেজনগণেরকল্যাণেকাজকরারদাবিকরাএকইদলকীভাবেজনগণেরসাথেতীব্রদুর্ব্যবহারকরছেতাদেখতেপাওয়া খুবই লজ্জারবিষয়। টাকাআদায়এবংমানুষকেহয়রানিকরাশুভেন্দুঅধিকারীরমতোতথাকথিতনেতাদেরবিশেষত্ব।যখনমানুষেরসেবাকরারকথাআসে, তখনতিনিসর্বদাএকটিবড়ব্যর্থহবেন।‘