বিতর্কের পর নতুন পৌর প্রধানের নাম ঘোষণা তৃণমূলের

খড়গপুর পৌরসভার নয়া চেয়ারম্যান হচ্ছেন কল্যাণী ঘোষ। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে দলের ২২ জন কাউন্সিলর অনাস্থা নিয়ে আসে তৎকালীন পৌর প্রধান প্রদীপ সরকারের বিরুদ্ধে।

author-image
SWETA MITRA
New Update
COVER tmc.jpg

নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ প্রায় সাড়ে তিন মাস পর ঘোষণা হলো খড়গপুর (Kharagpur) পৌরসভার পৌর প্রধানের নাম। খড়গপুর পৌরসভার নয়া চেয়ারম্যান হচ্ছেন কল্যাণী ঘোষ। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে দলের ২২ জন কাউন্সিলর অনাস্থা নিয়ে আসে তৎকালীন পৌর প্রধান প্রদীপ সরকারের বিরুদ্ধে। নাটকীয়ভাবে সেই সময়ে ইস্তফা দিতে বাধ্য হন প্রদীপ সরকার। এরপর দীর্ঘদিন টালবাহানা চললেও পৌর প্রধানের নাম ঘোষণা করতে পারেনি শাসক দল তৃণমূল (TMC)। এমনকি দলের কাউন্সিলরদেরই একাংশকে মুখ খুলতে দেখা যায় দলের বিরুদ্ধে। অবশেষে প্রায় সাড়ে তিন মাস পর ঘোষণা হল খড়গপুর পৌরসভার পৌর প্রধানের নাম। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হয় নয়া চেয়ারম্যানের নাম। মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হয় নয়া চেয়ারম্যানকে।