পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করবে না TMC!

সাগরদিঘির (Sagardighi) ফলাফলের পর নড়েচড়ে বসেছে রাজ্যের (Bengal) শাসক দল। জেলায় সংগঠন মজবুত করতে ব্যস্ত তৃণমূল (TMC)।

author-image
Pritam Santra
New Update
ABTMC

নিজস্ব সংবাদদাতাঃ সাগরদিঘির (Sagardighi) ফলাফলের পর নড়েচড়ে বসেছে রাজ্যের (Bengal) শাসক দল। জেলায় সংগঠন মজবুত করতে ব্যস্ত তৃণমূল (TMC)। রবিবার একাধিক জনসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইসলামপুরের সভা থেকে তিনি বলেছেন, "মানুষ যাকে চাইবে, পঞ্চায়েতে তাকেই দাঁড় করাবে তৃণমূল কংগ্রেস। সর্বশক্তি দিয়ে তাকেই জেতাবে তৃণমূল কংগ্রেস। কোনও নেতার দাবিকে আমরা মান্যতা দেব না, আমরা নিজে প্রার্থী ঠিক করবো না। প্রার্থী ঠিক করবে মানুষ, এটাই তৃণমূল কংগ্রেস।"