দাসপুরে তৃণমূলের ‘দুয়ারে আঁচল’ কর্মসূচিতে বিজেপিতে ভাঙন, বুথ সভাপতিসহ একাধিক কর্মীর যোগদান

দাসপুরে তৃণমূলের আঁচল কর্মসূচিতে বিজেপির বুথ সভাপতিসহ একাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। সামনে নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপির জন্য।

author-image
Debapriya Sarkar
New Update
Anm

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে চলছে ‘দুয়ারে আঁচল’ কর্মসূচি। ১৮ মে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রামপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সৌমিত্র সিংহ রায়, বিধায়ক মমতা ভুঁইয়া ও ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব। মহিলাদের উপস্থিতিতে কর্মসূচিটি ছিল অত্যন্ত সাফল্যমণ্ডিত।

publive-image

এই কর্মসূচির মধ্যেই বিজেপির বুথ সভাপতিসহ বেশ কয়েকজন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ব্লক সভাপতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। যুব সভাপতি অরূপ দাস জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের পাশে দাঁড়ানোই বিরোধী শিবিরের নেতাকর্মীদের তৃণমূলে নিয়ে আসছে।

publive-image

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে একটি তর্পণ মিছিলও হয়, যেখানে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দাসপুরে বিজেপির এই ভাঙনকে তৃণমূল বড় রাজনৈতিক সাফল্য হিসেবেই দেখছে।