/anm-bengali/media/media_files/2025/07/29/teesta-flood-effect-2025-07-29-11-17-27.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপ কেটে গেলেও বর্ষা যেন হাঁফ ছাড়ছে না। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার যুগলবন্দিতে ফের সক্রিয় বর্ষা। মঙ্গলবার ভোর থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শুরু হয়েছে টানা প্রবল বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলি হল — দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। এছাড়াও, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কলকাতাতেও চলবে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি মিলতে পারে বলেই পূর্বাভাস।
উত্তরবঙ্গের চিত্র আরও ভয়াবহ। সোমবার রাতে তিস্তার জল উঠে এসেছে রাস্তার উপর। মঙ্গলবার সকালেও জাতীয় সড়ক NH10-এর উপর দিয়ে বইছে তিস্তার জল। ফলে শিলিগুড়ি-গ্যাংটক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। তিস্তাবাজার হয়ে দার্জিলিং ও কালিম্পংমুখী পথও বন্ধ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/RVYk0HWskCZvpEWXb6zQ.webp)
বিশেষজ্ঞদের আশঙ্কা, ২০২৩ সালের ভয়াবহ লেক-বিস্ফোরণ জনিত বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। তিস্তার তলদেশে পলি জমে জলধারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই নদী উপচে পড়ছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী অঞ্চলে জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা। আর তিস্তার জলবৃদ্ধি দেখে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us