New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার সন্দেশখালিতে যাচ্ছে জাতীয় এসসি কমিশন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কমিশনের একটি প্রতিনিধিদল সেখানে যাবে বলে রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কমিশনের উপ অধিকর্তা আর কে দুবে, মুখ্যসচিব বি পি গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে সন্দেশখালি নিয়ে একটি রিপোর্ট তলব করেছেন। তিনদিনের মধ্যে সেই রিপোর্ট না পেলে কমিশন তাঁদের হাজিরা দিতেও বলতে পারে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us