বাংলায় বিপর্যয়! মৃত ১৬! রাজ্যজুড়ে কান্নার রোল

রাজ্যজুড়ে যেনো ধ্বংসের খেলা চলছে। একের পর এক বিস্ফোরণে এবং মানুষের মৃত্যু হয়েই চলেছে। পরিস্থিতি রীতিমত ভয়াবহ হচ্ছে দিনের পর দিন। আপনজনদের হারানোর যন্ত্রণা শেষ হচ্ছে না।

author-image
Anusmita Bhattacharya
23 May 2023
বাংলায় বিপর্যয়! মৃত ১৬! রাজ্যজুড়ে কান্নার রোল

নিজস্ব সংবাদদাতা: মালদার ইংরেজবাজারের রথবাড়ির নেতাজি বাজারের বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের পর ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২। দুজনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখানেই শেষ নয়। এর আগে এগরা, বজবজ এবং গতকাল দুবরাজপুরে বিস্ফোরণ ঘটেছে। রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত বলি হয়েছেন ১৬ জন। এই মৃত্যুলীলাকে ভয়াবহ বিপর্যয় বললে কম বলা হবে। এখনও বিধ্বস্ত এলাকাগুলি থেকে বারুদের গন্ধ ভেসে আসছে আর স্বজনহারাদের হাহাকার শোনা যাচ্ছে।