/anm-bengali/media/media_files/2025/02/16/M3Tm6OV9HQV9C2ZrUcYN.webp)
নিজস্ব সংবাদদাতা : তাপপ্রবাহের মাঝেই বাংলায় টানা ঝড়বৃষ্টি চলছে, যার ফলে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে রাজ্যবাসীর মধ্যে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব, উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে বাংলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/media_files/btT1spuLHaOfGFKRVMge.jpeg)
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/media_files/s9bharYuXaUaY7c2dhFG.jpg)
সবমিলিয়ে, রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার আচরণ বেশ অস্থির। তাই বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট এবং সতর্কতা মেনে চলাই শ্রেয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us