New Update
/anm-bengali/media/media_files/VeboQKP8VIuIRaPyORKr.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ জুন মাস পড়ে গেলেও এখনও পর্যন্ত বঙ্গে বর্ষার দেখা নেই। তীব্র গরমের হাত থেকে বাঁচতে একটু বৃষ্টির অপেক্ষায় রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কোথাও ভারী তো আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকটি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/7a1718e3453a3e4c5e68d4b97d6239c1cdbff467e1097b6306fc3bce0832b234.jpg)
উত্তরবঙ্গের ৫ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
/anm-bengali/media/post_attachments/2ecd4273bc340ed4f2423db2254d36306fb411ffc97c99421991a76262b80bc3.jpg?impolicy=website&width=450&height=500)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us