কেমন যাবে কুম্ভ ও মীন রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে ধনু ও মকর রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে সিংহ ও কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মিথুন ও কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মেষ ও বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার ! লোহার রড দিয়ে মেরে সহকর্মীকে খুন করে দিল ১৯ বছরের তরুণ
বডি ক্যামেরার ব্যবহার করবে পুলিশ ! পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা বাড়াতে গ্রহণ করা হল বিশেষ ব্যবস্থা
'চমৎকার নেতা' ছিলেন বলসোনারো ! ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের কারাদন্ড নিয়ে খুশি নন ট্রাম্প

বল ভেবে ছুঁড়ে ফেলতেই বিস্ফোরণ !

বল ভেবে আছাড় দিতেই বিপত্তি !

author-image
Jaita Chowdhury
New Update
bombblast-sixteen_nine-sixteen_nine-sixteen_nine

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বল ভেবে ছুঁড়ে ফেলতেই বিকট শব্দে বিস্ফোরণ। তাতেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১১ বছরের নাবালক। ঘটনা অল্পবিস্তর আহত হয়েছেন আরও ৪ নাবালক। তবে আঘাত বিশেষ গুরুতর নয়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কালিয়াচক ১ নম্বর ব্লকের বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কালিয়াচক থানার পুলিশ। তবে উদ্ধার হয়নি বোমা। তদন্ত শুরু করেছে পুলিশ।  

স্থানীয় সূত্রে খবর, এদিন দিনুটোলা গ্রামের পাঁচ নাবালক একটি পরিত্যক্ত বাড়িতে খেলছিল। সেই সময় তাঁরা দেখে ছোট একটি বল। সেই বল মাটিতে আছাড় মারতেই বিকট শব্দে ফেটে যায় বল-বোমা। জ্ঞান হারায় পাঁচ নাবালক। এদিকে, বোমার আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরাই সুশ্রূষা করে সবার জ্ঞান ফিরিয়ে আনেন ৷ পাঁচজনকেই স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷

publive-image