Train Accident : চোট গুরুতর, বাঁকুড়া মেডিক্যালে রেফার করা হল ৩ জনকে

শুক্রবার সন্ধ্যা নাগাদ ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার (Train Accident) কবলে পড়ে। ওই দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যু হয়, আহতও হয়েছেন বহু যাত্রী। বাঁকুড়ার বহু যাত্রী ছিলেন ওই ট্রেনে।

author-image
Pritam Santra
New Update
Train Accident

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সন্ধ্যা নাগাদ ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার (Train Accident) কবলে পড়ে। ওই দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যু হয়, আহতও হয়েছেন বহু যাত্রী। বাঁকুড়ার বহু যাত্রী ছিলেন ওই ট্রেনে। খাতড়া মহকুমার সারেঙ্গার পাঁচজন পরিযায়ী শ্রমিক খড়গপুর থেকে ওই ট্রেনে চেন্নাই যাচ্ছিলেন। ঘটনায় চোট পান তারা। স্থানীয়দের সহযোগিতায় বালেশ্বরে এসে বাস ধরে কোনওরকমে বাড়ি ফেরেন তারা। শনিবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের চিকিৎসার জন্য খাতড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর তাদের মধ্যে তিনজনের চোট বেশি বলে খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আরও উন্নত চিকিৎসার জন্য তাদের বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। এদিন আহতদের সাথে মহকুমা হাসপাতালে দেখা করতে আসেন খাতড়ার এসডিও নেহা বন্দ্যোপাধ্যায়। আহতদের সাথে কথা বলেন তিনি। যাত্রী সহ পরিবারের লোকজনদের মধ্যে যোগাযোগের জন্য মহকুমা প্রশাসনের উদ্যোগে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দেওয়া হয়েছে দুটি ফোন নম্বর। মহকুমা প্রশাসনের তরফে সবরকম সহযোগিতা করা হবে বলে তিনি জানিয়েছেন।