জম্মু ও কাশ্মীরে ভূমিধসে মৃত তিন

জাতীয় সড়কে বন্ধ যান চলাচল।

author-image
Jaita Chowdhury
New Update
ধসে পড়ল দেওয়াল, ভয়াবহ পরিস্থিতি, মৃত একাধিক

নিজস্ব সংবাদদাতা: রবিবার জম্মু ও কাশ্মীরের রামবান জেলার সেরি বাগনা এলাকার কাছে ভাগনা গ্রামে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা। জানা গিয়েছে, ভূমিধসের জন্য প্রাণ হারিয়েছেন ৩ জন। ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের কারণে বর্তমানে ৪৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছে।

'ভয়ানক' তুষারধসের সতর্কতা কাশ্মীরে