New Update
/anm-bengali/media/media_files/fdCNvDeYukwT6APEjP8P.jpg)
পুরীর সমুদ্র
নিজস্ব সংবাদদাতা : হাওড়ার তিন বন্ধু ছুটিতে বেড়াতে গিয়েছেন পুরীতে। এরপর নিজেদের ভুলেই নিজেদের জীবনে ডেকে আনলেন ঘোর বিপদ। বুধবার দুপুরে মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তারা। স্বর্গদ্বারের কাছে সেক্টর-১৩ এলাকার সমুদ্রপাড়ে ঘটেছে ঘটনাটি। লাইফ গার্ডরা তাদের আটকানোর চেষ্টা করলেও তাদের কথায় কর্ণপাত করেননি ওই বাঙালি পর্যটকরা। সমুদ্রে নেমে অনেকটাই চলে যান তারা। তারপর তলিয়ে যান। একজনকে নুলিয়ারা উদ্ধার করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু'জনের খোঁজ মেলেনি এখনও। বাকি পর্যটকদের সতর্ক করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us