/anm-bengali/media/media_files/9fQhHX2JoilZl4bTHvNp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণায় গ্রেপ্তার হয়েছে তিনজন। এর মধ্যে রয়েছেন বর্তমান এক রেল কর্মীও। জানা গেছে, খড়্গপুরের বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছে এই চক্র। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে খড়গপুর আরপিএফ ও জিআরপি বাহিনী।
গ্রেপ্তার হওয়া মধ্যে অভিযুক্তরা হলেন রেল কর্মী দুলব চিন্না, প্রাক্তন রেলকর্মী কোটেশ্বর রাও এবং এক মহিলা সাবিনা খাতুন। অভিযুক্ত তিনজনই খড়্গপুরের বাসিন্দা বলে জানালেন জিআরপির সুপারটেন্ডেন্ট অফ পুলিশ দেবশ্রী সান্যাল। তিনি আরো জানান, “অভিযুক্ত এই তিনজনকে পুলিশে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর সঙ্গে ভিন্ন রাজ্যের যোগাযোগ রয়েছে বলে তাদের দাবি এবং এই তিনজনকে কারা কারা কত টাকা দিয়েছিল সেটাই জানার জন্য গোটা খড়গপুরসহ বিভিন্ন রাজ্যে আমরা তদন্ত চালাচ্ছি।”
/anm-bengali/media/post_attachments/242f0561d15e4e61e3cdeb094c025223cdbde1b366f4f1c374857a36516b9c69.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us