'অপারেশন সিঁদুর', মেদিনীপুর বিজেপি কার্যালয়ে উচ্ছ্বাস!
অপারেশন সিঁদুরের সাফল্য, বিজেপির উৎসব!
BIG UPDATE: অপারেশন সিন্দুরের সাফল্য ঘোষিত হতেই বিশেষ বৈঠকে অমিত শাহ! ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও
অপারেশন সিঁদুর, ইজরায়েলও পাঠিয়ে দিল সতর্কবার্তা!
নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের লাগাতার হামলা, মৃত্যু! লক্ষ্য স্থানীয়দের তাড়ানো
পুঞ্চে পাক সেনাবাহিনীর হামলায় শিশু ও মহিলা সহ নিহত ১০, ভারতের পাল্টা জবাবে দিশেহারা পাকিস্তান
Operation Sindoor: দিশেহারা পাক মদতপুষ্ট জঙ্গিরা! অভিযানে জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে জেনে নিন
'যদি আর কিছু করে...'! সংবাদ সম্মেলন শেষের আগে পাকিস্তানকে সতর্ক করলেন সেনাকর্তা ভূমিকা সিং
'আমিও মরে গেলে ভালো হতো...'! অপারেশন সিঁদুরে পরিবারের ১০ সদস্যের মৃত্যুতে ভেঙে পড়লেন মাসুদ আজহার

রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার ৩

রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করায় খড়গপুরে গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

author-image
Probha Rani Das
New Update
Covereew.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণায় গ্রেপ্তার হয়েছে তিনজন। এর মধ্যে রয়েছেন বর্তমান এক রেল কর্মীও। জানা গেছে, খড়্গপুরের বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছে এই চক্র। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে খড়গপুর আরপিএফ ও জিআরপি বাহিনী।

 

 

গ্রেপ্তার হওয়া মধ্যে অভিযুক্তরা হলেন রেল কর্মী দুলব চিন্না, প্রাক্তন রেলকর্মী কোটেশ্বর  রাও এবং এক মহিলা সাবিনা খাতুন। অভিযুক্ত তিনজনই খড়্গপুরের বাসিন্দা বলে জানালেন জিআরপির সুপারটেন্ডেন্ট অফ পুলিশ দেবশ্রী সান্যাল। তিনি আরো জানান, “অভিযুক্ত এই তিনজনকে পুলিশে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর সঙ্গে ভিন্ন রাজ্যের যোগাযোগ রয়েছে বলে তাদের দাবি এবং এই তিনজনকে কারা কারা কত টাকা দিয়েছিল সেটাই জানার জন্য গোটা খড়গপুরসহ বিভিন্ন রাজ্যে আমরা তদন্ত চালাচ্ছি।” 

Add 1