'দেবী' মমতা বন্দোপাধ্যায়, পুজো করেন ৯০ বছরের বৃদ্ধা !

মমতা শুধু মুখ্যমন্ত্রী নন, দেবীর আসনে স্থান পেয়েছেন তিনি। রোজ তাঁকে পুজো করেন তাঁর থেকেও বয়সে বড় এক বৃদ্ধা। পড়ুন সেই কাহিনী।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamworship

নিজস্ব সংবাদদাতা: শুধু রাজ্য (West Bengal) বা দেশবাসীর মনেই নয়, এবার দেবতার আসনেও বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ির বাসিন্দা নব্বই বছরের বৃদ্ধা বাসন্তী চন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি দেবতার আসনে বসিয়ে পুজো (Worship) করেন, প্রণাম করেন প্রতিদিন। সুযোগ হলে মা মমতাময়ীর সঙ্গে দেখা করতে চান তিনি। মমতা বন্দোপাধ্যায় তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ  নেওয়ার সময়ে সকাল থেকে উপোস করে ঠাকুরের আসনে মমতার ছবি রেখে বাসন্তী দেবী পুজো দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর পুজো দেখতে বেশ ভিড় জমে গিয়েছিল এলাকায়।