New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই ফের মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাল ইডি। ২০২৩ সালে সিবিআই তল্লাশির সময় নিজের দু’টি ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। এবারেও তাই করলেন। তবে মোবাইল ফোন ফেলে দিয়েও হল না শেষরক্ষা।
দুর্নীতি মামলায় ফের গ্রেফতার হলেন জীবনকৃষ্ণ সাহা। এরপরেই তাকে নিয়ে বেরিয়ে গেল ইডির দল। কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন আধিকারিকরা। আজই তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে। ওই ফোনের মধ্যেই আসল রহস্য আছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/zO45tQ3Ka7g2IaowKwd2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us