এবার তৃণমূল প্রধানের সঙ্গে মিলে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মহিলাকে মারধর সহ শারীরিক নির্যাতনের অভিযোগ, ভিডিও সামনে আনা হতেই এবার রাজ্যে আরও এক বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বড় শোরগোল- কাঠগড়ায় শাসকদল

কি ভিডিও সামনে আনা হল?

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে, যদিও বারংবারই এই ঘটনাগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানানো হচ্ছে এবং রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রয়েছে বলেই ব্যাখ্যা করা হচ্ছে। তবে ফের একবার আরও এক বিচ্ছিন্ন ঘটনা সামনে আসতেই আবার নতুন করে শোরগোল শুরু হল। এবার কাঠগড়ায় শাসকদল। এবার তৃণমূল প্রধানের সঙ্গে মিলে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মহিলাকে মারধর সহ শারীরিক নির্যাতনের অভিযোগ সামনে আনা হল। মহিলার বক্তব্যের ভিডিও সামনে আনলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

suvendu sad face

তিনি ট্যুইট করে লিখেছেন, "হিরক রাণীর রাজত্বে নারী নির্যাতনে এগিয়ে বাংলা, আর কম বেতন বেশী ক্ষমতার ফলে নিত্য নতুন সিভিক ঝামেলা...সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ও আর.জি.কর-এর নৃশংস ঘটনায় সঞ্জয় রায়ের কারাবাসের পরেও সিভিক দৌরাত্ম্যে খামতি নেই! এবার ঘটনা দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর থানা এলাকার কৈখালি তে। তৃণমূলের পার্টি অফিসে 'বিচারে' বসতে না চাওয়ার জন্য প্রধান দিলীপ নস্কর সহ ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী মিলে এই মহিলাকে মারধর সহ শারীরিক নির্যাতন করে। ঠ্যাঙানোর দায়িত্বে ছিল বিকাশ দলুই নামক এক সিভিক ভলান্টিয়ার। কিছু তৃণমূলের পার্টি ক্যাডার সিভিকের কাজ পেয়ে ধরাকে সরা জ্ঞান করেছে। যদিও সবাই সমান নয়, অনেক সিভিক ভলান্টিয়ার দায়িত্ব পালন করে ভালো করে, কিন্তু বিকাশ দলুই-দের মত কিছু দুষ্ট চরিত্রের জন্য বাকিরা বদনামের ভাগীদার হয়"। শুভেন্দু অধিকারী ফের নারী নির্যাতনের ভিডিও সামনে আনতেই নতুন করে বড় শোরগোল শুরু হয়েছে। 

Adddd

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . .