রাজস্থানের এক বিখ্যাত মন্দির এবার এই পুজোর থিমে

কারা নিয়ে আসছে এই ভাবনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-08 at 6.01.44 PM

হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুজোর আবহেই শুরু হলো শ্যামাপুজোর খুঁটিপুজো। দুর্গাপুরের সি-জোনের মহাবীর ইউনাইটেড ক্লাব এবারের কালীপুজোয় ২২ বছরে সাজছে এক অভিনব থিমে। রাজস্থানের এক বিখ্যাত মন্দিরকে তুলে ধরা হবে। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠছে এই ঝলমলে প্যান্ডেল, যা দেখতে ভিড় জমাবে হাজার হাজার দর্শক। খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি ও দীপঙ্কর লাহা, প্রমুখ বিশিষ্টজনেরা। ক্লাব উদ্যোক্তাদের দাবি, "প্রতি বছর যেমন নতুনত্ব দিয়ে মানুষের মন জয় করেছি, এবারের থিমও তেমনই হবে দুর্গাপুরবাসীর জন্য এক অনন্য উপহার"।

WhatsApp Image 2025-09-08 at 6.01.52 PM