/anm-bengali/media/media_files/2025/09/08/whatsapp-image-2025-09-08-2025-09-08-17-00-00.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : একদিকে জগন্নাথ ধাম, আবার অন্যদিকে মায়াপুরের ইস্কন। এই দুইয়ের সন্ধিক্ষণে সাজো সাজো রব গোটা সমুদ্র সৈকত নগরী দিঘায়। এবার ৭৯ তম বর্ষে পদার্পণ করল সর্বপ্রাচীন দিঘা সার্বজনীন দূর্গা ও লক্ষী পুজো কমিটির দুর্গোৎসব। এখন থেকে পুজোর জন্য সেজে উঠেছে দিঘা। জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। ওল্ড দিঘায় সমুদ্রের ধারে সবচেয়ে প্রাচীন এই পুজো। এবার নদীয়ার মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। কিছুটা দূরেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের সেই দিঘার জগন্নাথ দেবের ধাম। উদ্যোক্তা সংস্থার সম্পাদক তথা রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জানিয়েছেন যে এখানে মায়াপুরের ইস্কন মন্দির ও দিঘার জগন্নাথ দেবের ধাম - দুটোই সাধারণ মানুষ-সহ পর্যটকেরা উপভোগ করতে পারবে। রয়েছে সুসজ্জিত আলোকসজ্জা। তারা সারাবছর নানাভাবে সমাজসেবামূলক কর্মসূচি করে থাকেন। দিঘায় এবার পুজোয় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে তা নিশ্চিত।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/09/ISKCON-Mayapur-Chandrodaya-Mandir-17-420x320-370875.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us