New Update
/anm-bengali/media/media_files/2025/07/07/whatsapp-image-2025-07-07-2025-07-07-16-03-47.jpeg)
নিজস্ব প্রতিনিধি খড়গপুর: খড়গপুরের 'আমরা বামপন্থী' সংগঠনের প্রবীণ নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। সোমবার মেদিনীপুরে উপস্থিত হয়ে এমনটাই তথ্য দিলেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি জানান যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ইতিমধ্যেই এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরাকে নির্দেশ দিয়েছেন খড়গপুরের ঘটনায় অভিযুক্ত বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করার জন্য। আর কি বললেন তিনি শুনে নিন।
/anm-bengali/media/post_attachments/bengali/sites/default/files/2025/07/07/551667-baby-koley4-912487.jpg?im=FitAndFill=(400,300))
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us