প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মেরেছিলেন তৃণমূল নেত্রী! বহিষ্কার করল দল

মুখ খুললেন প্রবীণ নেতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-07 at 4.02.57 PM

নিজস্ব প্রতিনিধি খড়গপুর: খড়গপুরের 'আমরা বামপন্থী' সংগঠনের প্রবীণ নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। সোমবার মেদিনীপুরে উপস্থিত হয়ে এমনটাই তথ্য দিলেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি জানান যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ইতিমধ্যেই এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরাকে নির্দেশ দিয়েছেন খড়গপুরের ঘটনায় অভিযুক্ত বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করার জন্য। আর কি বললেন তিনি শুনে নিন। 

TMC leader expelled: প্রবীণ বামনেতাকে রাস্তায় ফেলে মা*রধ*র! দল থেকে  বহিষ্কার 'হেভিওয়েট' তৃণমূলনেত্রীকে...TMC Expels Baby Koley Over Assault on  CPM Leader