বাংলার বুকে এই প্রথম নাইট ম্যারাথন, তাও আবার অযোধ্যা পাহাড়ের রাস্তায়

বাংলার বুকে এই প্রথম নাইট ম্যারাথন।

author-image
Aniket
New Update
c

নিজস্ব প্রতিনিধি: এক সময়ের মাও আতঙ্ক কাটিয়ে বর্তমানে পর্যটনের সেরা ডেসটিনেশন জল জঙ্গল ঘেরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এডভেঞ্চার এবং পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছাতেই ম্যারাথনের নাম দেওয়া হয়েছে 'রান ফর অ্যাডভেঞ্চার'। অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে আপার ড্যাম এবং আপার ড্যাম থেকে হিলটপ মোট ১৪ কিলোমিটার হবে এই নাইট ম্যারাথন। পুরুলিয়া পুলিশের উদ্যোগে হতে চলা এই নাইট ম্যারাথনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুরুলিয়া পুলিশ।

আজ সাংবাদিক সম্মেলন করে এই নাইট ম্যারাথন সম্পর্কে বিস্তারিত জানালেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই ম্যারাথনের প্রমোশনাল ভিডিও প্রকাশ করছে পুলিশ। নাম নথি ভক্তির জন্য তৈরি করা হয়েছে কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলেই ম্যারাথনে  অংশগ্রহণ করা যাবে বলে জানান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ২২ শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা নাগাদ অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে শুরু হবে এই ম্যারাথন।