একদিকে BLO-দের ভূমিকা নিয়ে প্রশ্ন, অন্যদিকে ভোটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সাহায্য BLO-র

খুশি ভোটাররা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-11-10 172039

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সৃষ্টি মহিলা মহাসংঘ ১৪৪ নম্বর বুথের BLO তথা বুথ লেবেল অফিসার কৌশল অধিকারীর ভূমিকায় খুশি বুথের ৯২৫ জন ভোটাররা। SIR ফর্ম পূরণে স্বস্তিতে ভোটাররা। SIR এর ফর্ম পাওয়া বুথের ভোটারদের কথায়, BLO বাড়ি বাড়ি গিয়ে ফর্ম তুলে দিচ্ছে। ফর্ম পূরণে কি কি করনীয় তা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে ভোটারদের।অনেক ভোটার জানাচ্ছেন যে BLO নিজে তাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন যারা ভুলচুক হওয়ার আশঙ্কা করছেন। এছাড়াও খুঁটিনাটি জানার জন্য ফোন করলেই তৎক্ষনাৎ সাড়া মিলছে BLO-র। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি, একবারের জায়গায় প্রয়োজনে তিনবার ভোটারের বাড়ি যাওয়া, ফর্ম পূরণে ভোটারদের সাহায্য করার নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। তা সত্বেও বিভিন্ন জায়গায় BLO-দের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ১৪৪ নম্বর বুথের BLO কৌশল অধিকারীর ভূমিকা একেবারেই আলাদা। একজন ভোটারেরও যাতে SIR ফর্ম পুরনে সমস্যা না হয়, বুঝতে কোনো সমস্যা না হয়, তথ্য সম্পর্কে স্পষ্ট ধারনা হয় এমনকি ২০০২ সালের ভোটার তালিকা সহজেই পেতে পারে তার জন্য বুথের ভোটারদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাতে সবরকম সহযোগিতার উদ্যোগ নিয়েছেন BLO। 

এই বিষয়ে BLO কৌশল অধিকারী ক্যামেরার সামনে আসতে না চাইলেও তিনি বলেছেন, "নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে আমি আমার ভূমিকা পালন করছি। আমার বুথের সমস্ত ভোটারের ফর্ম নির্ভুলভাবে জমা হোক এটুকুই চাই"।

1974062-sir