অদ্ভূত কাণ্ড! নগদের থেকেও দামী মদ নিয়ে পালালো চোর

চুরি করতে বেরিয়ে দামী মদের দোকানে ঢুকলো চোর দল। তারপর মদের বোতল নিয়ে চম্পট! যা মদ চুরি গিয়েছে তার দাম চুরি যাওয়া নগদের থেকেও বেশি! ডেবরায় শোরগোল।

author-image
Pallabi Sanyal
16 Sep 2023
scdsds

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : টাকা-পয়সা থেকে সোনা-দানা চুরির ঘটনা স্বাভাবিক। কিন্তু দামী মদ! এবার চুরি করতে গিয়ে দামী মদ নিয়ে পালালো চোর। নগদ চুরি করলেও তা মাত্র ১৫ হাজার টাকা। এমনই অদ্ভূত কাণ্ড ঘটেছে ডেবরায়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আষাড়ী এলাকায় অবস্থিত মদের দোকানটি। চুরি গিয়েছে প্রায় ২৫ হাজার টাকার মদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ডেবরা থানার পুলিশ। জানা যায়,শাটার কেটে ভেতরে ঢুকেছিল চোর। তবে সিসিটিভির রিসিভার নিয়ে যাওয়ায় ফুটেজ পাচ্ছে না পুলিশ।পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ।