মন্দিরে চুরির চেষ্টা করে হল না শেষরক্ষা, চোরদের ঠাঁই শ্রীঘরেই!

কিভাবে তারা পড়ল ধরা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-17 at 2.01.47 PM

হরি ঘোষ, দুর্গাপুর: নববর্ষের রাতে নিউ টাউনশিপ থানার বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন বিধান নগর কালীবাড়ির দরজা ভেঙে চুরির চেষ্টা করে জনা পাঁচেক দুষ্কৃতী। এলাকাবাসীর চিৎকারে চুরির ছক বানচাল হয়। মন্দির কমিটির পক্ষ থেকে বুধবার নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়। 

বুধবার রাতে বিধান নগরের কমিউনিটি সেন্টার থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে তারা। পুলিশের এই সাফল্যে খুশি মন্দির কমিটি এবং এলাকাবাসী। মন্দিরের পূজারী ফেলারাম গোস্বামী বলেন, "নববর্ষের রাতে পুজোর পর মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি গেছিলাম। কিছুক্ষণ পর জানতে পারি মন্দিরে চুরির চেষ্টা হয়েছিল। আমাদেরই বেশ কয়েকজনের চিৎকারে সেই দুষ্কৃতীরা চুরি করতে পারেনি। আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলাম। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ যাতে নজরদারি আরো জোরদার করে সেই দাবি রাখছি"।

pujari