বিরুদ্ধে গেলে তারা টিকে থাকতে পারবে না- সোজা হুমকি দিলীপের- ভাবতে পারছেন না কাদের দিলেন দিলীপ এই হুমকি- শুধু জানুন, চমকে যাবেন

কাদের হুমকি দিলেন দিলীপ বাবু?

author-image
Aniket
New Update
dilip ghosh chor.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ থেকে ভারতে কিছু পণ্য আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বার্তা দিয়েছেন। তিনি বার্তা দিতে গিয়ে সোজা হুমকি দিয়েছেন বাংলাদেশকে।

দিলীপ ঘোষ বলেছেন, "আমরা যখন পাকিস্তানের উপর কড়াকড়ি আরোপ করতে পারি, তখন বাংলাদেশ কী? চারদিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত। বাংলাদেশের জন্য, আকাশ থেকে জল, ব্যবসা-বাণিজ্য সবকিছুই আমাদের হাতে। তাদের বোঝা উচিত যে ভারতের বিরুদ্ধে গেলে তারা টিকে থাকতে পারবে না।"