সাবধান! শারীরিক সমস্যায় জর্জরিত হতে পারেন এই ৪ রাশি

ভাবনা চিন্তা করে আপনি আজ অসুস্থ হবেন। তবে আপনার অসুস্থতার থেকেও বাড়ির সদস্যের অসুস্থতা আপনাকে বেশি চিন্তিত করবে। সময় থাকতেই সাবধান হন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rashifal.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সিংহ রাশি – আজ আপনার বাড়তি উপার্জন হতে পারে। তবে সেই উপার্জন চিকিৎসা খাতেই খরচ হবে। আজ স্বাস্থ্য আপনাকে ভোগাবে। শরীরে কোনও সমস্যা দেখা দিতে পারে। আজ খাবার খান একটু বুঝে-সুজে।

কন্যা রাশি – ব্যবসায় জট থাকবে কিন্তু তা কেটেও যাবে। কিন্তু তা নিয়ে ভাবনা চিন্তা করে আপনি আজ অসুস্থ হবেন। তবে আপনার অসুস্থতার থেকেও বাড়ির সদস্যের অসুস্থতা আপনাকে বেশি চিন্তিত করবে।

তুলা রাশি – আজ বাবার শরীর নিয়ে একটু চিন্তা বাড়বে। তাঁর শরীরের যত্ন নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপে থাকবেন আপনিও।

বৃশ্চিক রাশি – ভাইবোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। যা আপনাকে আজ মানসিক যন্ত্রণা দেবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। তাদের শরীরের যত্ন নিন।