দিল্লিতে 'লাডলা ভাই' প্রসঙ্গ : মহাযুতির মুখ্যমন্ত্রী হওয়ার পথে বাধা নেই

মহারাষ্ট্রের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মহাযুতির মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে পরিষ্কার মন্তব্য করেছেন, বললেন, "কোনো বাধা নেই"।

author-image
Debapriya Sarkar
New Update
vfbgnh

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এক সংবাদ সম্মেলনে মহাযুতির মুখ্যমন্ত্রীর ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, "গতকাল আমি আমার ভূমিকা পরিষ্কার করে দিয়েছি, মহাযুতির মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো বাধা নেই।"

eknath shinde df.jpg

এছাড়া, দিল্লিতে আসা শিবসেনার 'লাডলা ভাই' প্রসঙ্গে একনাথ শিন্ডে মন্তব্য করেন, "এই 'লাডলা ভাই' একটি পদবী। আমার জন্য অন্য সব কিছুর চেয়ে উচ্চতর একটি সভা অনুষ্ঠিত হবে।"

bhhjkkl

শিন্ডে আরও বলেন, মহারাষ্ট্রের রাজনীতি এবং শিবসেনার ভিতরে কোনোরকম বিভ্রান্তি বা সংকটের সৃষ্টি হয়নি এবং শিবসেনার ঐতিহ্য ও লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।